History

গ্রীক দর্শনের উৎসঃ মানুষের চিন্তায় যুক্তির উৎপত্তি- সক্রেটিস

সক্রেটিস, এথেন্সের দার্শনিক যিনি আনুমানিক ৪৬৯ থেকে ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বেঁচে ছিলেন, চিন্তার ইতিহাসে অন্যতম রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত। তাঁর পূর্বসূরি প্রাক-সক্রেটিসীয় দার্শনিকরা যেখানে পরমাণু, মৌল বা অস্তিত্বের প্রবাহ নিয়ে মহাজাগতিক অনুমান করতেন, সক্রেটিস সেদিকে না গিয়ে মনোযোগ দেন মানুষের আত্মা, নীতি ও প্রশ্ন করার শিল্পে। তাঁর জীবন ও ভাবনা তিনি নিজে কোনো রচনায় রেখে যাননি; বরং সমসাময়িক নাট্যকার, ইতিহাসবিদ ও শিষ্যদের বর্ণনার মাধ্যমে আমাদের কাছে এসেছে। তাঁর অনুসন্ধানের পদ্ধতি—যা এলেনখাস বা দ্বন্দ্বাত্মক আলোচনার নামে পরিচিত—এথেন্স সমাজের ভিত্তিকেই চ্যালেঞ্জ জানায়। এই বিশ্লেষণে সক্রেটিসের জীবনী, দর্শনপদ্ধতি, মূল মতবাদ, বিচার ও মৃত্যু এবং উত্তরাধিকারের আলোকে আমরা তাঁর চিন্তার রূপরেখা খুঁজব, যেখানে যুক্তিবোধের মাধ্যমে নৈতিকতার প্রতিশ্রুতি মিশে গেছে মানবিক আবেগের অযৌক্তিকতায়, আর প্রজ্ঞার অনুসন্ধান শেষ হয়েছে হেমলকের পাত্রে।

by Gazi Zahid Hassan 19/09/25 04:44:08
Article Image